দিগঞ্চলে একজোড়া চোখ থমকে ছিলো যেন-
ছুটছি তখন বড্ড জোরে, কে-ই-বা দেখছিলো,
ভেবেছিলাম এক ছুটেতেই অনেকদূরের পথ-
পেরিয়ে গেলে হারিয়ে যাবে থমকে থাকা চোখ।
বুকের মধ্যে উতল হাওয়ায় প্রবল ছিলো ঝড়
কে শুনছিলো সে দুর্যোগে পাথার ভাঙা স্বর?
একলা পাহাড় অপেক্ষাতে দাঁড়িয়ে ছিল ঠায়
পাহাড় চুড়ার স্বপ্নে ডিঙি উল্টো ভেসে যায়।
———-//————
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৯