
তুমি তখন কি কর?
আমি তখন চোখ রাখি বাতাসের স্রোতে,
শূন্যে ঝরে যাওয়া পাতায়,
গ্রীলের প্রান্তে ক্রম পুন্জিভূত শিশির কণা
পূর্ণ হীরক বিন্দু নির্মান শেষে
টুপ করে ঝরে পড়ে- দেখি।
আমি তখন পাখিদের ওড়া উড়ি দেখি
ঠিক কতক্ষন ডানা ঝাপটানোর কসরত শেষে
কতক্ষন অনায়াস ভেসে যাওয়া যায়।
আমি তখন মাকড়সার শিল্পরচনা দেখি
সূক্ষ্ম স্বরচিত জালে
কীভাবে সীমিত করে নিজের পৃথিবী।
আকাশ দেখি - অসীম নীল শূন্যতায় কেউ
জলভরা মেঘ নিয়ে
তৃষ্ণায় ফেটে যাওয়া জমিন
লক্ষ্য করে ছুটে চলে l
আমি তখন -
প্রবল অক্ষমতাকে মুছে ফেলতে
ফুল ফোটানোয় মগ্ন হতে চেষ্টা করি,
আমি আগুন এবং অশ্রু গিলে চলি অনবরত-
ছুড়ে ফেলি মগজের বোঝা।
বিপন্ন বোধ জুড়ে তীব্রতম ফলা-
জগতের যাবতীয় নির্মমতা ও অসুন্দরের
নির্মাতা কি কেবল মানুষ?
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


