
বিন্দু বিন্দু বৃষ্টি বিন্দু বিচ্ছিন্ন

আমি একজন দর্শক। দেখি। দেখছি।
দেখতে দেখতে চলেছি
এই যে আজ সকালে নৈমিত্তিক যাত্রায়
দেখছিলাম ,নিবিড় মেঘের আড়ালে ক্রন্দসী আকাশ।
পথ পেরোতে পেরোতে লক্ষ্য করলাম-
একটি বৃষ্টি বিন্দু বিচ্ছিন্ন, একা দাঁড়িয়ে থাকে।
প্রবল পৃষ্ঠটানে টলমল। গড়াতে চায় -
এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা
অন্য বিন্দুগুলিকে খোঁজে,
খোঁজ পেলেই হাত বাড়িয়ে টানে,
অজস্র বিন্দু একত্রিত হলে
দ্রুত ভেসে যায় সংঘবদ্ধ স্রোতধারায়..
কোন এক গন্তব্য খুঁজে নিয়ে ,
কী অদ্ভুত! …না?
অথচ আমরা হাত বাড়াই না আর।
পা টিপে টিপে কোনক্রমে পার হয়ে যাচ্ছি নিজ নিজ কক্ষপথ।
এছাড়া আমাদের কি কিছু করার ছিল, বৃষ্টিধারা?
———





সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৫ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


