ভেবো না পারিযায়ি পাখি, আমি তো যাযাবর
তোমার ভালোবাসা লয়ে বুকে যেন তোমার সঙ্গম সুখে
তাই বলি হইয়োনা বিরহী—তুমি,
এর চেয়ে ঢের বেশি ভালোবাসা বেসেছে
কে কবে? শত জনমের সাধনা—
পেয়ে গেছো তো — সুন্দর শাশ্বত .
আরো পাবে—অবলা এ মনটা
তোমার কাছেই পড়ে রবে
তুমি চাইলেই ছুঁয়ে দেবে —এক অনন্ত আকাশ;
সহসা মেলে না তা —প্রেমতো শত সাধনার ধন
যেন এক অমূল্য রতন—প্রগাঢ় বিশ্বাসে
হীরকসম দৃঢ়তায় দাঁড়িয়ে—অপসরা রূপে অনন্যা তুমি
ধরে নাও তোমারে বুকে লয়েই ফেরারি আমি;
পদ্মা-মেঘনা-যমুনা জানে—
সামান্য থ্রি-নট-থ্রি’র সেই অসামান্য বিজয় সমরে;
মহান একাত্তরে।—ঠিক তেমনি তুমিও আমার এক মহাকাব্যিক বিজয়
মেঘনাদ বধে অসম লড়াইয়ে; আমি যেন এক দিক বিজয়ী বীর;
ভালোবাসার মুসাফির —অথবা স্বপ্নের ফেরিওয়ালা
শুধু হাওয়ায় হাওয়ায়— ভালোবাসা ছড়িয়ে দিই আদরে
হৃদয়টা জুড়িয়ে দিই অশান্ত পৃথিবীর বুকে শান্তির নীড়..
মনে হয় ভালোবাসা; খুব বেশি অবশেষ নেই,
স্বার্থের বেড়াজালে বন্দী হয়ে যেন বিলুপ্তপ্রায় ডাইনোসর— ক্রিটেশাস সময়ে
বৈরী আবহাওয়ায়, অবাক যান্ত্রিকতায়— মানবতার তাই খেই নেই, অ ত ল ত লে
আমরা জ্বালাবো প্রদীপ প্রত্যাশার আলো মেখে
তাই তো বেলা যায়— কবিতা লিখে,
যেনো অবণী জেনে যায় প্রবঞ্চনা হেরে যায় সততার কাছে; ভালোবাসা আছে চিরোদিন থাকবে,
চাতক-চাতকীর দু’চোখে কেবল রঙিন স্বপ্ন আঁকবে;
অশান্ত পৃথিবীর বুক অদ্ভুত প্রশান্তি বুকে
তুমি-আমি দু’জনাতে..
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



