
এসো সবে মিলে মিশে ঐক্যের গান গাই,
বিভেদ ধ্বংস ডেকে আনে শুধু
সৃষ্টির সম্ভাবনা তাতে যে নাই।
এখনও যে ঢের বাকি অতীত ব্যর্থতা নিয়ে
কেন আজও পড়ে থাকি বিভেদের কাব্য লিখি
এখনও যে যেতে হবে বহুদূর যেন এক সমুদ্দুর
আমরাই পারবো অতীতে যেমন পেরেছে
আমাদের প্রেরণা হয়ে আছে মহান একাত্তর
দৃঢ় প্রত্যয় বুকে লয়ে যদি চলি একসাথে।
মানুষ মাত্রই ভুল তাই ভুল বোঝাবুঝিতে মশগুল
থেকে কোন লাভ নেই আছে ক্ষতি দূর্গতি অসম্মান,
ক্ষণিকের জীবনে ব্যস্ত প্রহর গুলো
দেয় না যে স্বস্তি— অবসর সহসা
অবসর খুঁজে বের করে অতঃপর হয় দেখা
মোদের আলাপন মিলন মধুর ক্ষণ বিরচণে
তাই যেন সচেষ্ট থাকি সদা।
অতীত গ্লানি ব্যর্থতা নিয়ে অযথা কালক্ষেপণ
আর নয়, বিশ্বমানবতা বুকে লয়ে মোদের এই
পথ চলা, অর্থ পূর্ণ যেন হয়;
দেশের দশের মঙ্গল সাধনে
আমরা যেন হতে পারি আলোকবর্তিকা
এই হোক পণ, সকল অতীত ব্যর্থতা দূর করে
আমরা যেন গড়তে পারি আনন্দ ঘন উৎসব মুখর ক্ষণ..
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



