কতো সহজ করে করলে প্রকাশ
মানব মনের অব্যক্ত অজানা মনোভাব।
প্রস্ফুটিত ফুলের মতই সুবাসিত যেন তা
মনোলোভা এক পোস্টার ।
রহস্যময়ী রমণী হৃদয়ের কথা
ছোট গল্প অজস্র কবিতা
তোমার কলমের আঁচড়ে পেয়েছে নতুন মাত্রা ।
তোমার সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ আমরা সবাই,
তুমি যেন বিশ্বের বিস্ময় অনন্ত এক প্রতিভা।
তোমার লেখা আজও যে ঘুরে বেড়ায়
প্রিয়তমার তৃষিত ঠোঁটে , মুগ্ধ পাঠে
রাজনীতির মঞ্চে নাটকে সিনেমায় গানে
বাংলার আকাশে বাতাসে
ষড় ঋতু পরিক্রমায়,
পাল তোলা নৌকায় উত্তাল সাগরে অরণ্যে নগরে
গগণে গরজে মেঘ ঘন ঘোর বর্ষায়
শরতের সাদা মেঘ পালতোলা নৌকায়
হাড়কাঁপানো শীতে হলুদ বসন্তে
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হলো সারা অবাক করা ছন্দে
মনের আনন্দে
তুমি যেন লিখে গেলে গোটা এক পৃথিবী।
রবির তেজ নিয়ে তুমি যেন রবি তাই
বাংলার মধ্য গগণে
শত বৎসরের ও পরে
তুমি আছো বেঁচে অপার মহিমায়
তুমি রবে আরও যুগ যুগ ধরে সোনার বাংলায়।
বিনম্র শ্রদ্ধা তোমায় তাই আজিকার এই দিনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



