
অতীতের ব্যর্থতা গ্লানি ভুলে
নতুন শপথে দৃপ্ত প্রত্যয়ে
এগিয়ে যেতে হয় সকলে,
নতুন বছরে প্রথম সূর্যোদয়
সে কথাই যায় যেন বলে।
রাতের সব আঁধার দূর হয়
কুয়াশার আভরণ বিদীর্ণ করে
বছরের এই নতুন সূর্যোদয়,
তাই যেন এ্ক অনন্ত প্রেরণা
অমিত সম্ভাবনাময় নতুন সূচনা।
থেমে গেছে যে নদী মাঝপথে
আবারও যে হতে পারে সচল,
ভেঙে গেছে যে হাত দূর্ঘটনায়
আবারও হতে পারে কর্মচঞ্চল
ব্যর্থ হয়ে গেছে একবার যে জীবন
ক্রমাগত চেষ্টায় হতে পারে সফল।
মানুষের জীবন অমিত সম্ভাবনাময়
তাই দূর্ভাবনা সংশয় আর নয়
শুধু অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে
দৃপ্ত শপথ লয়ে এগিয়ে যেতে হয়।
হে স্রষ্টা, অন্তর্দ্রষ্টা রহিম রহমান
আমাদের প্রচেষ্টা যেন স্বার্থক হয়;
প্রেম যেন সতত রয় বহমান
কাঙ্ক্ষিত ঠিকানায় সুনিশ্চিত পরিণয়ে।
এসো হে নতুন বছরের রবির আলো
এসো হে কল্যাণ, মানবতার জয়গান।
দূর করো সব হতাশা আঁধার কালো
আমাদের চলার পথে, করো দৃপ্তিময়;
বাংলায় যেন শান্তির ফুয়ারা ছোটে
পৃথিবীর বুক থেকে যুদ্ধ বিগ্রহ বৈষম্য
যেন দূর হয় চিরতরে।
আ্মাদের সকলে যেন সফল হতে পারি।
সুপ্রভাত শুভ নববর্ষ হে.তোমারে,
স্বপরিবারে তোমাদের সকলের তরে।
বাঁধ ভাঙার আওয়াজে যেন ভেঙে যায়
অযাচিত সব বাঁধা মোদের বিজয় উল্লাসে,
সকল অনিয়ম শৃঙ্খল যেন ভেঙে পড়ে
হ্যাপি নিউ ইয়ার টু জিারো টু ফোর,
তোমার আমার প্রেমের মেটাফোরে
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে প্রগাঢ় বিশ্বাসে
অতীত গ্লানি ব্যর্থতা না পাওয়ার বেদনা
ভাঙা কাচের মতো ভেঙে হয় যেন চূর ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


