কোন সুদূরে চলে গেলে
কীসের লাগি কার টানে?
আমায় হেথা একলা ফেলে
জানি না হায় কার সন্ধানে !
এমন তো হওয়ার কথা ছিল না
নৌকো নদী খেলবো দুজনা
গড়বো মোরা প্রাণের দোসর
বইবে কেবল সুখের নহর
মোদের মাঝে সকল প্রহর।
এমনই তো হবার কথা !
তবে কেন চলে গেলে হায়!
জীবন যেন আছে কোমায়
জন্মমৃত্যুর সন্ধি ক্ষণে, তুমি ছাড়া
কেমন করে হবে যে সাধন?
তোমার আমার দেহমনে
মিলন মন্ত্র গানে অটুট বন্ধন;
বিনে সুতোয় গাঁথা মালা !
আহা আমার যদি থাকতো দুইটি পাখা
পাখির মতন , ছিন্ন করে সকল বাধা,
এক নিমিষেই যেতাম উড়ে
তোমার কাছে প্রেমের টানে ।
তোমারে লয়ে মোর বাহুডোরে
কোলে বসিয়ে করিতাম আদর ।
তুমি যেন মোর শীতের চাদর
গভীর শীতের রাতে অনেক আপন
শ্রাবণ বর্ষা ফাগুনের অম্র কানন।
ভালো বাসি যে তোমায়
অনেক বেশি
দিবা নিশি প্রতিটি ক্ষণ,
কেন যে হায় গেলে চলে
তুমি যে মোর মায়ার ভূবন
কেন যে হায় চলে গেলে।
উড়ো এসো হে সুন্দর এক নিমিষে
এই বুকে আমায় ভালোবেসে
নাও জড়িয়ে দুহাত বাড়িয়ে
হাওয়ায় ভেসে এই খানে এসে ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


