
অস্থির সময়ে প্রার্থনা করো
স্রষ্টার কাছে,
তবেই তিনি হবেন সহায়।
ছবর করো— শোকর করো
মাওলার কাছে, যা আছে
তোমার কাছে, কাজের প্রতিদান
শপথ করো হৃদয়টা প্রশস্ত করো
চেষ্টা করো অতীত অভিমান ভুলে
হও আগোয়ান।
অস্থিরতা আনবে ডেকে ভুল
অস্থির হয়োনা — এক চুল
জীবনটা এমনই যে
কেবল ফুরিয়ে যায়।
চেষ্টা করো ধৈর্য্য ধরো
সাহস করো—
সফল তুমি হবেই হবে
ভয়কে করো জয়।
হৃদয়টা প্রশান্ত করো
দেখো কেটে যাবে অস্থির সময়।
লোকে কী বলে ভেবে কী হবে?
ভেবে ভেবে শুধু সময়ের অপচয়।
সঙ্গে আছে নিঠুর বাস্তবতা,ব্যস্ততা
নিমগ্ন হও কাজে
কেটে যাবে অস্থির সময় ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


