
আমায় ছেড়ে কোথায় যাবে?
তুমি যেখানেই যাও—
তোমার হৃদয়টা যে থাকবে পড়ে— আমার কাছে ।
তুমি কী যেতে চাও মঙ্গল গ্রহে অথবা চাঁদে?
জানি যেতে তুমি পারবে না
যদি পারো কোনদিন
তবুও পারবে না ছেড়ে যেতে আমাকে।
তুমি আমারেই খুঁজে পাবে তোমার বাড়ির ছাঁদে,
রুপোলি জোছনা রাতে ভরা পূর্ণিমার চাঁদে।
চাঁদ স্বাক্ষ্য দেবে স্বাক্ষ্য দেবে ধ্রুবতারা ;
ঋতু রাজ বসন্ত আর বর্ষার বারিধারা।
আমাদের ভালোবাসা যে রয়ে যাবে অমলিন— চিরদিন
ভেবে ভেবে অনুভবে, তুমি যে আমাকেই খুঁজে নেবে
বারে বারে —একান্ত অধিকারে।
বার বার দূরে সরে
অতঃপর আমারেই নেবেগো টেনে কাছে
হৃদয় মাঝে রাতের আঁধারে সঙ্গমে ।
আমার আছে কবিতার হাত
কাগজে কলমে অকাট্য দলিলে
সাতপাকে যেন সতত বাঁধা রয়েছো তুমি তাতে,
অস্ট্রেলিয়া আমেরিকা যেখানেই থাকো
আমিহীন পৃথিবী অবান্তর অর্থহীন মনে হবে— তোমার কাছে।
তুমি বুঝে যাবেগো অনায়াসে— খুব সহসা
শত ব্যস্ততা মাঝে
তোমার অস্হি মজ্জায় অনুভূতি অঙ্গে জলতরঙ্গে
তুমি আমাকেই খুঁজে পাবে।
না হলে যে ডুবে যাবে নির্বাক শূণ্যতায় ;
যেমন শত ব্যস্ততায় প্রতিকূলতায়
আমি খুঁজে পাই তোমায় মোর হৃদয় মাঝে— মোর কবিতায়
তেমন করে তুমি আমাকেই খুঁজে নেবে আদরে
একান্ত অধিকারে— সরবে, অনন্ত গরবে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


