
করিনা ভয়— সেই পরাজয়
যে পরাজয়ে তোমার জয় নিশ্চিত হয়।
আরও একশত বার যে হারতে পারি
তোমার কাছে, তুমি সুখী হও যদি তাতে
হে নারী! এই হৃদয় যে শুধু তোমারি
সেই খানে যে সুখ আছে
প্রশান্তি আছে —তোমার লাগি হৃদয়ের হে অধীশ্বরী !!
তোমার কাছে হেরে যে— আমি হবো বিশ্বজয়ী।
তোমায় করতে চেয়ে সুখি সব বেদনা সুখের সমান।
মোরা দু’জন — ধ্রুবতারা যেমন দিকভ্রান্ত পথিকেরে দেয় পথের সন্ধান ,
বিশ্ব মানবতা লয়ে বুকে, আমরা যেন মানবতার জয়গান ।
হে হৃদয়ের অধীশ্বরী ,এসো হে দৃপ্ত শপথ করি মোরা,
আঁধার ঠেলে আনবো নতুন ভোরের আলো,
আমরা দুজন শুধু বাসবো ভালো
ঘৃণার হোক অবসান —চিরতরে
নতুন ভোরে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


