আসেনা আর সেই পাখি এই জানালায়
থাকে যে হায় কোন সুদূরে অচিন পুরে ।
তাই যেন মোদের হয় না দেখা হয়না কথা
বিষন্ন মন যে হায় কাঁদে এখন ভীষণ একা
শুধু তার বিয়োগ ব্যথায়
যেন অসীম এক শূন্যতায় নির্জন আবাস।
উড়েনা আর সেই পাখি এই জানালায়
কয়না কথা পাখির গানের মতো মধুর সুরে
সেই পাখি অনাদরে মোরে রাখে দূরে
যারে এই হৃদয় সঁপেছি মিলন মন্ত্র গানে ।
আমি নাকি বসে থাকি
ভালোবাসার স্বপ্ন আঁকি
জানি না হায় তার ঠিকানা
কেমন করে থাকে সেথা ।
দূর্ভাবনায় সময় কাটে এই ভেবে
পাখি উড়ে কার আকাশে
কার পানে যে যায় ছোটে !
কেমন করে হবো আমি সেই ছায়াপথ
মহাবিশ্বের আলোকবর্তিকা দৃপ্ত শপথ !
ইচ্ছে ডানা মোর তাই দিয়েছি মেলে
ঘুরে বেড়াই আপন কক্ষপথে আপন খেয়ালে
যেথায় মোর সোনা পাখির নিরব অশ্রুপাত; পাহাড়ি ঝরনা ধারা উপত্যকার পৃষ্ঠ বেয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


