অপ্সরা বলো না কবে আসবে তুমি?
তুমি ছাড়া যেন মোর কাছে সবই মরুভূমি।
কুয়াশার চাদরে ঢেকে গেছে মাঠ পথ
তুমি ছাড়া আমি আজ ব্যর্থ মনোরথ।
বলো না কবে আসবে আমার কাছে?
কাছে এসে তুমি বসবে আমার পাশে।
ধরবে মোর এই হাত অপার ভালোবেসে
তোমার পরশে হবে দূর মনের
সব কালিমা ।
হে সহস্র বছরের প্রতীক্ষা মোর এসো না!
গোপন অভিসারে এসো গো মোর কাছে
দৃঢ় বিশ্বাসে, এ যে অনন্ত প্রতীক্ষার হাত;
শুধু তোমার জন্য আমি যে আজও অনন্য।
এমন আর কোথাও পাবে না যে খুঁজে
তাই কাল বিলম্ব করোনা,এ যে ক্ষণিকালয়।
এসো হে মহেন্দ্র ক্ষণ, অনন্ত প্রেম করিবো রচনা
তুমি আমি দুজনা অপার ভালোবেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


