মেঘে ঢাকা চাঁদ
শেয়ালের ডাক
অন্ধকার রাত
ঘন ঘুর কুয়াশা
জেগে থেকে আজ কাটবে সারারাত।
জানি তুমি ও যে থাকবে জেগে
যেমন করে প্রেমের অনুরাগে
সঙ্গে থাকে চাঁদ ললাটে কলঙ্ক দাগ।
লজ্জাবতী লাজুক লতা
আড়ালে লুকিয়ে থেকে কী হবে আর।
নেই যে কারো অজানা মোর
অপ্রগলভ প্রেমে তোমার কপট রাগ।
তোমার প্রেমে আমার যে ষোলআনা ভাগ।
যেন সহস্র যুগ ধরে
যেমন করে ভালোবাসে পূর্ণিমার চাঁদ আর পৃথিবী
পৃথিবীর বুকে উঠে জোয়ার।
তোমারে বক্ষে রাখিবো বাঁধিয়া চিরকাল
চুম্বনে চুম্বনে ভালোবাসা স্নানে সিক্ত হবো
দুজনে বাঁধিবো হিয়ায় হিয়া ।
তুমি ফুল আমি ভ্রমর জনম জনম ধরিয়া।