মানুষ বৃদ্ধ হয় বৃদ্ধ হয়ে যায় পতিতা
বৃদ্ধ হয় না যে কভু প্রেম হে পরিণীতা
দিনে দিনে ঋদ্ধ সমৃদ্ধ হয় কেবল
বৃদ্ধ হয় না প্রেমিক পুরুষ অথবা প্রেমিকা,
সময়ের সাথে পরিণত হতে থাকে শুধু ;
পরিবর্তন হতে পারে নদীর গতির মতো
গন্তব্য সুনিশ্চিত রেখে সাগরে !
আজকের এই চন্দ্রিমা রাত
অতীতের মতোই রুপোলি আলোর প্লাবনে ভাসিয়ে দিতে পারে
তোমার কামনা কাতর দু চোখ ,
এই কলম পরম আরাধ্য হয়ে উঠতে
পারে তোমার কাছে এমন মায়াবী রাতে!
তুমি নস্টালজিক হয়ে যেত পারো
ক্ষণে ক্ষণে
মুক্ত বিহঙ্গ হয়ে মেলে দিতে পারো মন প্রজাপতি পাখা
তোমার ইচ্ছে ঘুড়ি উড়িয়ে উড়তে পারো
আমার অনন্ত আকাশে আজ রাতে ।
তোমারও যে ঐ চাঁদের মতোই রূপ আছে
আগুন আছে দহন আছে যৌবনের অনুরাগে ।
বার্ধক্য তোমায় ছুঁয়ে দিতে পারে না
তোমার প্রেমের নেই যে কোন লয়
ঐ ক্ষয়িষ্ণু চাঁদের মতো,
তুমি শুধু মানবি নও
তুমি যেন অনন্তকাল ব্যাপী রুপালি আকাশ
আমায় কাছে টানে তাড়িত করে ।
আজকের এই রাতের মতোই শাশ্বত সুন্দর হয়ে
অপলক তাকিয়ে থেকে হায় সময় যে কেটে যায় নিমিষেই ।
জানি বার্ধক্য করে না প্রবঞ্চনা কভু প্রেমে
দিনে দিনে অপরিহার্য হয়ে ওঠে তা প্রেমিক হৃদয়ে।
বার্ধক্য পতিতার পোষাক কেবল
তোমার অনিবার্য পরিধেয় শুধুই যে আমি
যৌবনের অনুরাগে জানে ঐ মায়াবী চাঁদ ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১