তুমি কী এখন জীবন যুদ্ধে ব্যস্ত ভীষণ
অনিশ্চয়তায় ঘেরা কোনো দ্বীপে
আমি যে শুধু করেছি প্রেম নিবেদন
তোমার সমীপে ।
তুমি কী পাওনা খুঁজে সময়?
তোমার হাত থেকে কী তবে সময় চলে গেছে ?
তুমি কী এখনো অবিচল অটল।
আমাদের ব্যাপারে ;
ঐ দূর পাহাড়ের মতন।
তুমি কী খুঁজে পেয়েছো অসীম নির্জনতা!!
অগণিত মানুষের ভীড়ে, আমার মতো করে
তুমি কী চলে গেছো দূরে?
আমার মঙ্গল কামনায়
তবে জেনে রাখো
তোমার থেকে দূরে থাকার চেয়ে অমঙ্গলজনক অশোভন
আর কিছু নাই,
এই জীবনে।
আরও জেনে রাখো, যদি আড়ালে রাখো
তোমার দিদার লাভ থেকে বঞ্চিত করো
যদি কথা না কও , যদি কাছে না আসো
তুমি ভেবো না তোমার হবে পরিত্রাণ।
আমাদের প্রেমের উৎস স্বর্গ
আমাদের মিলনে যে সারা পৃথিবীর কল্যাণ।
তুমি কী পেয়েছো খুঁজে একাকিত্ব?
সহস্র মানুষের ভীড়ে
তুমি কী খুব প্রেম তৃষ্ণা কাতর
তবে জেনে রাখো
তোমার জন্য মহৌষধ আমার সংস্পর্শ...
তুমি যে থাকো মোর অন্তরে।