কবে কখন কোন চ্যানেলে কোন নাটকে
সময় খুঁজে সুযোগ বুঝে দেখতে যে হবে
তার অভিনয়; —তার সাক্ষাতকার
কোন ম্যাগাজিন কোন পত্রিকায়
কোন কলামে তার খবর কোন শিরোনামে
মিস করা যাবে না যতই থাকি ভীষণ ব্যস্ত।
কোন চরিত্র তিনি করলে ভালো হতো
তার বিপরীতে কে যে সেরা; মানানসই
ভেবে ভেবে কেটে যেত কত সময় ।
কেন যে মুভিতে তিনি খল চরিত্রে
কেন তিনি নায়ক নন, অভিনয়ে তিনি যখন
সবার সেরা — সেরা কন্ঠ, সেরা অভিব্যক্তি
আবৃত্তিকার অবলিলায় গেয়ে ওঠেন বসন্ত গান
বিমোহিত হয় যে সবাই তা শ্রবণে।
মরণে তার পেয়ে গেলাম অবসর
রইলো পড়ে অলস সময়— যা ছিল নির্ধারিত
তার জন্য, কতো যে আফসোস মরণে তার
হায় আর কটা দিন বাঁচত যদি, হুমায়ূন ফরিদী
অভিনয়ের রাজা অপ্রতিদ্বন্দ্বী তারকা এক,
বসন্তের প্রথম দিনে নেই ফরিদী, যে মানুষটা
রাখতো বুঁদ আনন্দ সুখ -দুঃখ মন্ত্রমুগ্ধ অভিনয়ে
কেন যেন মনে হতো
মারিয়ানা ট্রেঞ্চের মতোই গভীর তাঁর
গোপন কোনো দুঃখ আছে
শেষ জীবনে একাকিত্ব তাকে যেন গ্রাস করেছে।
নইলে হয়তো থাকতো বেঁচে অনায়াসে
আরও একটি সুবর্ণ যুগ,
এক যুগ তার মৃত্যুর পূর্ণ হলো এই ফাল্গুনে
অজস্র ফুলের মাঝে তার মৃত অবয়ব
আজও যে ভাসে দুচোখে ,
তার মৃত্যুর খবর শুনে
মনে মনে দুঃখ প্লাবন উপচে পড়া দুচোখ— অশ্রু জলে
ভেবেছি শুধু হায়!
খবর টা যেন হয় ভুল পাঠ
এমন হলেই ডালো হতো— মৃত্যু সংবাদ
ফরিদীর নয় অন্য কারো ,
আজ এই দিনটাকে স্মৃতির পাতায় রাখো লিখে
আনন্দ নয় শুধু যে বিরহ আর বসন্ত বিলাপে।
তিনি আজও যে আছেন বেঁচে আপন কর্ম মাঝে
কীর্তিমানের হয় না যে মরণ তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে।
,.......................................................................................................................................
আমার স্বরণ শক্তি যদি প্রতারণা না করে থাকে তবে ফেব্রুয়ারির তেরো তারিখ ফাল্গুনের প্রথম দিনে অভিনয় কিং হুমায়ূন ফরিদীর মৃত্যু দিবস কিং লেয়ার চরিত্রে তার অভিনয় করা হয় নি । প্রিয় অভিনেতা কে নিয়ে একটা পোস্ট দেয়া দরকার আগামীকাল যদি না পারি। তাই বিনম্র শ্রদ্ধা হুমায়ূন ফরিদী। এই ব্লগের মাধ্যমে ও আপনি বেঁচে থাকবেন আমার বিশ্বাস। ভালো থাকুন পরপারে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২