ভালোবাসি তোমাকে যে ঢের বেশি — দিবানিশি
প্রতিটি দিন প্রতিটি ক্ষণ দিনমান
তুমি যেন হৃৎকম্পন আমার— বুকের মাঝে ।
ধমনী — শিরায় রক্ত প্রবাহ অপরিহার্য যেমন,
ভালোবাসা তেমন তরো আরাধ্য এক প্রয়োজন,
আবারো যে এসেছে ফাগুন,
ক্ষণিকের এই চরা চরে লেগেছে আগুন
বহ্নি শিখা তাই তোমার— আমার হিয়ার বনে।
ভালোবাসি তোমাকে যে অনেক বেশি দিবানিশি
হিয়ায় হিয়ায় লাগে টান, জিকির ওঠে মোর প্রাণে
প্রেম যে এক অমোঘ শক্তিধর— আলোর নাচন
আঁধার রাতে, তিমির আঁধার করে দূর,
মন্ত্র মুগ্ধ করে সকল প্রাণ, ভয় কি গো তোমার
তোমাকে আমি বেসেছি যে ভালো— দিয়া মোর মনপ্রাণ।
ভ্যালেন্টাইনস ডে তে তাই করি প্রেমের জয়গান।
এসো হে এবার এই বুকে মোর
সতত প্রেম আলিঙ্গনে,
প্রেম প্রেম লেনদেনে
কবিতার শরীর প্রাণ এবার করো হে— সম্প্রদান
হে অন্তরতমা— নিরূপমা শুধুই মোরে,
তোমারে ভালোবেসে তবেই জুড়োবে যেন এই প্রাণ।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬