যমদূতের চিঠি আসে ধাপে ধাপে
চোখের আলো ঝাপসাতে
দাঁতের মাড়ি আলগাতে
মানুষের কী তা বুঝে আসে?
চিরকাল থাকার জায়গা
পৃথিবী নয়,
মৃত্যুর আলামত আসতে থাকে
বয়স বাড়ার সাথে সাথে
স্বাভাবিক মৃত্যু যদি নসিব হয় ,
মৃত্যুর অপেক্ষায় কেউ থাকে না
তবুও তো মৃত্যু অবধারিত এটাই সত্য
ডায়বেটিস রক্তের উচ্চ চাপ
গ্যাস্ট্রিক আলসার মৃত্যুর পয়গাম
বুদ্ধিমান বুঝে নেয় প্রস্তুতি আখেরাতের জন্য
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তার পর আর নেই
তোমার প্রেম ও যে হারাবে খেই
প্রেমে যে মায়াকান্নার দাম নেই ।
প্রেম হলে এখনই মৃত্যুর জন্য নিমরাজি
যদি ভালোবাসো মোরে বলে ফেলো আজি
চলনা দুজনে বাকি জীবন ভালো বেসে বাঁচি।
যমদূতের চিঠি আসে যেন রোজ নানা রূপে
আমার বেলা যে যায় তোমার চিঠির খুঁজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




