দিবস ফুরিয়ে রাত্রি আসে
আলো ফুরিয়ে অন্ধকার,
জীবন ফুরিয়ে মরণ আসে
ঠেকায় তারে সাধ্য কার ।
আমার প্রাণে যে একই দাবি বাজে
এই জীবনে তুমি যে শুধুই আমার?
ভালোবাসার মানুষ টিও হায় যায় যে হারিয়ে
মরণশীল পৃথিবীতে কেউ থাকে না চিরকাল।
ভাগ্যবান নেয় যে লুফে ভালোবাসা আরাধ্য যার
ছোট্ট জীবন কর্পূরের মতন কখন যে যায় ফুরিয়ে।
মান অভিমান আকাশ সমান জীবন কিন্তু নয়
ভালোবেসে মানব জীবন তবেই পরিপূর্ণ হয়।
জল ছাড়া নদী যেমন আমি ছাড়া তুমি তেমন
অচল অসার কদাকার ভীষণ রকম অপূর্ণ
তুমি ফুল আমি ভ্রমর আমার ছুঁয়া পেলে তুমি পরিপূর্ণ।
তাই বলি এসো গড়ি প্রেমের দোসর
আমার ওষ্ঠ তোমার ওষ্ঠ- অধর
অঙ্গে অঙ্গে প্রেমের জল তরঙ্গ
আসলে আসুক ঝড় তুফান
আমরা বাইবো প্রেম সোপান
ভালোবাসার আকাশে মোরা মুক্ত বিহঙ্গ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




