তোমার অন্তর এক সমুদ্দুর
ঐ খানে ফেলেছি যে নোঙর
গড়েছি এক স্থায়ী নিবাস
ভালোবাসার হিসাব নিকাশ
একান্ত অধিকারে শুধু আমার করে
সকল বাঁধা গোলক ধাঁধা তুচ্ছ করে
রয়ে গেছি তোমার মনের ছোট্ট ঘরে ।
তোমার আমি আমার তুমি
জানে মোদের অন্তর্যামী
আর কোথাও যাবো না কভু
ভালবাসবো ওগো তোমায় শুধু
আমি স্বামী তুমি যে বধূ
যুগ যুগ ধরে
এই চরাচরে।
আমার চেয়ে বেশি ভালো বাসেনি যে কেউ আগে
মোদের প্রেমে জোয়ার ভাটা বিস্তীর্ণ পথ যে হাঁটা
মোদের প্রেমে বৃষ্টি, মোদের বিচ্ছেদে ধ্বংস শুধু
মোদের প্রেমে সৃষ্টি তোমার অন্তর আমার ঘর
আমার অন্তর তোমার ঘর সারা জীবন ভর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




