ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকদের মনে অনেক আশা পোশাক শিল্পের...তাদের বিভিন্ন সংগঠনের দাবি ন্যূনতম মজুরি ৮০০০ টাকা.....
মজুরি বোর্ড মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ন্যূনতম বেতন ৫৩০০ টাকার প্রস্তাব চূড়ান্ত করেছে।
কিন্তু মজুরি বোর্ডের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে পোশাক শিল্প মালিকরা, তারা দিতে পারবে ৪৫০০ টাকা। এর বেশি হলে কারখানা বন্ধের হুমকি দেয়া হয়েছে। এমনও বলা হয়েছে, সরকারের কাছে একটা ‘এক্সিট পয়েন্ট’ চাচ্ছি। শ্রমিকদের সব বেতন-ভাতা দিয়ে দেব, ব্যবসা করব না, ব্যাংক ঋণ পরিশোধ করবে সরকার!!!
এই গেল ঈদ-উল-আযহায় নাকি সরকার গরুর দাম কমেয়েছে!!!
সামনে নির্বাচন, ক্রেডিট নেওয়ার জন্য যদি ন্যূনতম বেতন বেশী করা হয় যা নিয়ে পোশাক শিল্প মালিকেরা বহন করতে পারবে না আর এই পরিনামে যদি ব্যবসা বন্ধ/ক্ষতি/কম হয় তবে দেশের অপূরনীয় ক্ষতির দায়ভার কে নেবে???
থুক্কু না দিয়ে পারছি না, যেদেশে মানুষ মাইরা ফালাইলেই কোন দায়ভার নেই সেখানে ব্যবসা বন্ধের আবার দায়ভার!!!!
আমিই তো দেহি হাসাইলাম.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



