somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৎ দানে প্রাচুর্য আনে

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘সৎ দান এমন একটি শস্যবীজ, যাতে উৎপন্ন হয় ৭টি শীষ, আর প্রতিটি শীষে থাকে শত শস্যদানা। আল্লাহ্‌ যাকে চান, তাকে বহুগুণ প্রবৃদ্ধি দান করেন।’

দান সর্বোত্তম মানবীয় গুণ। মানুষ ও পশুর পার্থক্য হচ্ছে মানুষ দিতে জানে আর পশু শুধু নিতে জানে। দান করার সামর্থ্যের কারণেই পশুর স্তর থেকে মানুষের উত্তরণ ঘটেছে মানবীয় স্তরে। প্রচলিতভাবে, আমরা দান বা সদকা বলতে কেবল আর্থিকভাবে পরিমাপযোগ্য দানকেই বুঝি। কিন্তু এটি হলো দানের সংকীর্ণ অর্থ। যেকোনো ভালো কাজই দান। মমতা জড়িত সেবার নাম-ই দান। এ সেবা হতে পারে একটু শুভ কামনা, একটু সুন্দর ব্যবহার, একটা সুপরামর্শ, আর্থিক দান, পথিককে আন্তরিক সাহায্য কিংবা পথ থেকে কলার খোসা ছাড়িয়ে ফেলা। অর্থাৎ অন্যের কল্যাণে অর্থ মেধা শ্রম ও সময় দেয়াই দান। পেশাও চমৎকার দান হিসেবে শতগুণ প্রতিদান আনতে পারে যদি কাজটি কল্যাণের জন্যে করা হয়। যে ডাক্তার রোগীকে শুধু অর্থ উপার্জনের জন্যে দেখে না- বরং চিন্তা করে রোগীকে কতো দ্রুত সুস্থ করা যায়, একটু আরাম দিতে চেষ্টা করেন সেই ডাক্তারও দান করছেন। আন্তরিকভাবে ফুটপাথে জুতো সেলাই করে কেউ হয়েছেন লাখপতি মুচি, পেয়াজু বিক্রি করেই কেউ বানিয়েছেন বিল্ডিং, হোডিং পেইন্টারের সহকারী থেকে কেউ হয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী। একজন শিক্ষার্থী যদি মানুষের কল্যাণের জন্যে কাজ করার চিন্তা করে নিয়মিত লেখাপড়া করে তবে লেখাপড়া করাটাও দান। তবে সর্বোত্তম সাদাকা হচ্ছে সেবার মনোভাব নিয়ে নিজের মেধাকে বিকশিত করা। নিজের এবং অন্যের জন্যে কল্যাণকর, মঙ্গলকর প্রতিটি কাজ সাদাকা। আবার উল্টোটাও সত্য- নিজের জন্য এবং অন্যের জন্য অকল্যাণকর কাজ করা থেকে বিরত থাকাও সাদাকা।

দান কীভাবে প্রাচুর্য সৃষ্টি করেঃ
প্রাচুর্যবান হতে হলে আপনাকে দাতা হতে হবে বা আপনাকে দান করতে হবে। আপনি যা পেতে চান তা-ই আগে দিতে হবে। অর্থ চাইলে অর্থ দিতে হবে। সম্মান পেতে হলে অন্যকে সম্মান করতে হবে। হাসিমুখ দেখতে হলে আগে নিজেকে হাসতে হবে। যা দান করবেন প্রাকৃতিক নিয়মেই তা বহুগুণ ফিরে আসবে আপনার কাছে। কারণ এর পেছনে রয়েছে প্রকৃতির এক অপূর্ব প্রতিদান। দানের এ প্রতিদান সার্বজনীন। জাতি-ধর্ম- গ্রোত্র নির্বিশেষে সবার জন্যে। আপনি যখন দান করবেন তখন সেখানে যে শূন্যতা সৃষ্টি হয়। প্রাকৃতিক আইন অনুসারে সে শূন্যতা পূরণের জন্যে চারপাশ থেকে প্রতিদানের প্লাবন আসতে শুরু করে। কারণ প্রকৃতি কখনো শূন্যতা রাখে না। যেভাবে বাতাসের শূন্যতা ঝড় সৃষ্টি করে, একইভাবে সৎ দান প্রতিদানের প্লাবন সৃষ্টি করে। যখন কোনো পণ্যের অভাব সৃষ্টি হয়, নিশ্চিতভাবে ঐ পণ্যের প্লাবন সৃষ্টি হবে। কারণ সবাই তখন ঐ পণ্য আমদানি করবে। তখন পণ্যের সরবরাহ এত বেশি হয় যে, পণ্যের দাম কমে যায়। আসলে প্রকৃতিতে যখনই অভাব সৃষ্টি হচ্ছে তখন ঐ অভাব পূরণ করার জন্যে চারদিক থেকে প্লাবন আসতে থাকে। যত বিলিয়ে দেবেন তত সে শূন্যস্থান পূরণের জন্যে চারপাশ থেকে সৌভাগ্য আপনার দিকে আসতে থাকবে। যত যক্ষের মতো আকড়ে রাখবেন তত অভাববোধ ও নিরাপত্তাহীনতা বাড়তে থাকবে।
আসলে দান সম্পদ সৃষ্টি করে, প্রাচুর্য আনে। Affluence always comes as a by-product of providing useful goods and services. অর্থাৎ সম্পদ বা প্রাচুর্য কখনও সরাসরি আসে না। এটি সবসময় ব্যবহার উপযোগী সেবা প্রদানের মাধ্যমেই আসে। যত সেবা দিতে পারবেন তত আপনার প্রাচুর্য বাড়তে থাকবে।

আর্থিক সাদাকা বা দান কীভাবে প্রাচুর্য আনে- একটা চমৎকার বিবরণ রয়েছে মুসলিম শরীফে। দানের বৈষয়িক সমৃদ্ধির একটি বিবরণ রয়েছে- মুসলিম শরীফে। এক লোক পাহাড়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলো। এমন সময় মেঘ এলো। মেঘের ওপর থেকে গায়েবী আওয়াজ এলো- অমুকের বাগানে পানি দাও, বৃষ্টি শুরু হলো। সে দেখলো নালা বেয়ে বৃষ্টির পানি একটা বাগানে ঢুকছে। সে গিয়ে ঐ বাগানের মালিককে জিজ্ঞেস করলো, তোমার নাম কী? নাম শুনে সে চমকে উঠলো। কারণ এই নামই সে গায়েব থেকে বলতে শুনেছে। সে তখন জিজ্ঞেস করলো, তুমি এমন কি কাজ করো যে প্রকৃতি তোমাকে পানি দিচ্ছে? সে বললো, আমি এই ক্ষেত থেকে যে সম্পদ উপার্জন করি, এই বাগান থেকে যে ফসল হয় তার তিন ভাগের এক ভাগ দান করি, একভাগ পরিবারের জন্যে ব্যয় করি, এক ভাগ এই বাগানে বিনিয়োগ করি। এজন্যেই হয়তো আল্লাহ্‌ আমাকে এভাবে সাহায্য করেন।

দান কীভাবে প্রাচুর্য আনে?
১. দান উপার্জনকে শুদ্ধ করে।
২. দান পাপ মোচন করে।
৩. দান বালামুসিবত ও রোগ দূর করে।
৪. দান দারিদ্র বিমোচন করে ও দাতার অন্তরে তৃপ্তি প্রদান করে।
৫. দান সম্পদে বরকত আনে।

আর্থিক দানের ক্ষেত্রে ভ্রান্ত ধারণা
আয় না থাকলে ব্যয় কমিয়ে দান করুন। একটা টাকা যদি আপনার থাকে এবং তা থেকে আপনি যদি পঁচিশ পয়সা দেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দান। কারণ কতটুকু দিচ্ছেন তা নয়, আল্লাহ্‌ দেখছেন আপনি কোন নিয়তে দিচ্ছেন। প্রতিদিন ৫০ পয়সা দান করেন আর মাসে একদিন ১০০০ টাকা দান করেন, আল্লাহ্‌র কাছে পছন্দনীয় নিয়মিত দান।

সচ্ছল হয়ে পরে দান করবোঃ এ দৃষ্টিভঙ্গি একেবারেই ভ্রান্ত। বরং বলা হয় সচ্ছল হওয়ার জন্যেই দান করা প্রয়োজন।

আপনার সময় বা শ্রমও দানঃ
সময়ের ব্যাপারে একটা সত্য হলো, হয় আপনি ভালো কাজে সময় দিবেন নয়তো খারাপ কাজে। এছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ আপনি যদি এখন ভালো কাজ না করেন তো খারাপ কাজ করবেন।

অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করাও দানঃ
আপনি অন্যকে ভালো কাজের কথা বলেন। একজন অসুস্থতায় কষ্ট পাচ্ছে, তার জন্য দোয়া করুন। এতে যদি সে উপকার পায় তবে আপনিও বরকত পাবেন। বিদায় হজের ভাষণে নবীজী (সাঃ) বলেছিলেন, যারা এখানে নেই তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও।

দানের প্রতিদান শতগুণ পেতে হলে নিমোক্ত বিষয়ে সচেতন হোনঃ
১. দয়া বা করুনা নয় গ্রহীতার প্রতি মমতা অনুভব করুন। বিরক্তি দানের বরকত নষ্ট করে দেয়।
২. নিজের পছন্দীয় ভালো জিনিস থেকে শুধু আল্লাহ্‌র সন্থুষ্টির জন্যে দান করুন।
৩. দান বা সেবা করে খোঁটা দেবেন না।
৪. বিনিময়ে কোনো প্রশংসা বা আনুকুল্য বা সমীহ প্রত্যাশা করবেন না।

দানের ক্ষেত্রে আল্লাহ্‌র কাছে পছন্দনীয় হলো সেই হাত, যে হাত সবসময় উপরে থাকে। পরম করুণাময় আল্লাহ্‌ আমাদের সবার হাত সবসময় উপরে রাখুন।

তথ্যসূত্র


৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকশাল নিয়ে কুৎসা রটনাকারিদের জন্য॥

লিখেছেন ক্লোন রাফা, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯



গ্রীক দার্শনিক প্লোটো, অ্যারিস্টটল, ফার্সি এজমালি সমাজতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধুর ফিলোসফির একটি শাখা হচ্ছে সমাজতন্ত্র। এরিস্টটল পোয়েটিকস লিখেছেন আর বঙ্গবন্ধু লিখেছেন আমার দেখা নয়া চীন ও কারাগারের রোজনামচা।

ফ্রাঁসোয়া... ...বাকিটুকু পড়ুন

হামিদুর রহমান কমিশন রিপোর্ট: পাকিস্তান সেনাবাহিনীর নিজদের লেখা নারকীয়তার স্বীকারোক্তি

লিখেছেন কিরকুট, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫




একাত্তরের নারী নির্যাতন আজ অনেকের কাছেই বিতর্ক , কারণ তারা বিশ্বাস করতে চায় না যে একটি রাষ্ট্রের সেনাবাহিনী এতটা নৃশংস হতে পারে। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হলো: পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৭১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬



মানুষ দুনিয়াতে ন্যাংটা আসে।
ধীরে ধীরে বড় হয়। যোগ্যতা দক্ষতা এবং জ্ঞান অর্জন করে। তারপর ইনকাম শুরু করে। সমাজের বহু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি টাকা ইনকাম করে।... ...বাকিটুকু পড়ুন

হত্যাকাণ্ড বন্ধে কেন ম্যাজিক জানা জরুরি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৪


জাতি হিসাবে আমরা বড়োই অভাগা। ইতিহাসের মঞ্চে রাজা বদল হয়, কিন্তু চিত্রনাট্য বদল হয় না। এক রাজা যায়, আরেক রাজা আসে; কিন্তু পর্দার পেছনের কলকাঠি নাড়া সেই একই হাত।... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:০০


২০০১ সাল। নির্বাচনে বিএনপির ভুমিধস বিজয় হয় হাসিনা সেটআপ প্রশাসনে। এতে ভারত প্রচন্ড ভিত হয়ে যায় যে, ভোটে তাদের দোসর আম্লিগ আর কখনো জয়ী হতে পারবেনা। আম্লিগকে জয়ী করতে... ...বাকিটুকু পড়ুন

×