ব্লগে আগেও কয়েকবার ধাঁধা দিয়েছি। নতুন কয়েকটা ধাঁধা নিয়ে হাজির হলাম এবার ব্লগারদের কাছে সমাধান জানার জন্য।
ধাঁধা নং ১ -
শায়মা আর মিরোরডডল দুই বান্ধবী। দুইজনেই বরফ দেয়া ঠাণ্ডা কমলার জুস খেতে পছন্দ করে। তবে শায়মা একটু খাদক টাইপের তাই সে মিরোরডডলের ৫ গুন গতিতে জুস খেতে পারে। অর্থাৎ যতক্ষনে মিরোরডডল এক গ্লাস জুস পান করে ততক্ষণে শায়মা ৫ গ্লাস জুস খেয়ে ফেলে। একদিন রেস্তোরায় গিয়ে দুইজনে মজা করে বরফ দেয়া কমলার জুস খাচ্ছে। কিন্তু তারা জানে না যে তাদের আরেকজন ক্ষুদে বন্ধু শুভ জুসের গ্লাসগুলিতে দুষ্টুমি করে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছে। এক গ্লাস জুস খেয়ে মিরোরডডল টেবিলে ঘুমিয়ে পড়ল। একই সময়ে ৫ গ্লাস জুস খাওয়ার পরেও শায়মা দিব্যি জেগে আছে আর বলছে আমাকে আরেক গ্লাস জুস দাও। তার হুশও নাই যে বান্ধবী মিরোরডডল টেবিলে ঘুমিয়ে পড়েছে। এখন প্রশ্ন সবার কাছে কি কারণে ৫ গ্লাস জুস খেয়েও শায়মার কিছু হোল না? বন্ধু শুভ কিছু বোকামি করেছিল নিশ্চয়ই।
ধাঁধা নং ২ -
এক ব্যক্তি বলছে " আমার কোন ভাই বা বোন নাই। কিন্তু ঐ লোকটার বাবা হোল আমার বাবার ছেলে। " বলতে হবে এই ব্যক্তির সাথে ঐ লোকটার কি সম্পর্ক।
ধাঁধা নং ৩ -
জন, জেনিটা, মারিয়া আর জুলি একটা সুপার শপে গেল। প্রত্যেকে নিজের প্রিয় রঙের একটা করে রঙিন বল ঝুড়িতে রাখলো কেনার জন্য। ৪ জনে ৪ টা রঙের বল কিনলো। রঙগুলি হোল হলুদ, বেগুনী, সবুজ আর লাল। জন এবং মারিয়া কেউই বেগুনী রঙ পছন্দ করে না। লাল রঙের বল পছন্দ করেছে একটা মেয়ে। সবুজ রঙ জেনিটার কাছে ভালো লাগলেও সবুজ তার প্রিয় রঙ না। জেনিটার প্রিয় রঙ হোল সবুজ অথবা হলুদ। লাল রঙ জনের কাছে ভালো লাগলেও লাল তার প্রিয় রঙ না। প্রত্যেকে তার প্রিয় রঙের বল কিনেছে। বলতে হবে কে কোন রঙের বল কিনেছিল।
ধাঁধা নং ৪ -
একজন মায়ের ৩ টি সন্তান আছে। এক সন্তানের বয়স মায়ের বয়সের বাম থেকে প্রথম ডিজিটের সমান। আরেক সন্তানের বয়স মায়ের বয়সের বাম থেকে দ্বিতীয় ডিজিটের সমান। তৃতীয় সন্তানের বয়স বাকি দুই সন্তানের বয়সের সমান। ৩ সন্তান এবং মায়ের বয়সের সমষ্টি ৪৫ বছর। বলতে হবে মায়ের বয়স কত।
ছবি - হবিলার্ক