আমি তো তোমার রেসিপির লাইগা সকাল থাইক্যা না খাইয়া বইসা আছিলাম । কাইলকা কি আশা দিলা????
আর এই দেখো, পুলাপাইনের কি অবস্থা। না খাইয়া সব ..... আহারে........
আহেমদ সািব্বর পল্লব বলেছেন: কুনো আপডেট হইল নাকি? কাইলকা রাইতে কইলাম কিছ্যু খিলাই নাই (শুধু ৫ পিস গ্রীল চিকেন চাইখা দেখছি...... :``>> ) আইজকা পিজা খামু দেইখা.......... /
কলম আপু কই??????? দুপুরতো ১২ টা বাজে.......
তুমি রেসিপি দিলে বাজারে যাইব আমার ছুড ভাই
তুমি আসোনা দেইখ্যা নিজেই লাইগা গেলাম পিৎজা বানাইতে
-পিয়াজ
-টমেটো সস
-মোঝারিলা চীজ
-টমেটো
-চিকেন নাগেটস
-চিকেন কিউব( আদা, রসুন,লবণ ইত্যাদি দিয়া ভাজা)
আর আমার এই হইতেসে আমার ওভেন -
তো ডো বানাইয়া রাইখা ঘরে যা কিছু আচিলো সব দিয়া দিলাম টপিং এর লাইগ্যা।
এরপর দিয়া দিলাম ওভেনের ভিতরে ,
এরপর কি হইলো শুনেন তাইলে-
মায় কয়-বাজান এই জিনিষরে পিৎজা কয়???
বাজান কয়-বাবা সালাদ বানাইছো??? মজা হইছে কইলাম।
ছুড ভাই কয়-খামুনা।( জোর কইরা তাও খাওয়াইছি
মাগার আমার কাছে কইলাম খারাপ লাগে নাই
ডো টা কেমুন জানি নরম আছিলো। মানে বেক হয়নাই ঠিকমতন।
আর এইলন আপনাগোর লাইগাও বানাইছি।
আসেন খাইয়া-দাইয়া প্যাটে হাত মুইছা কন , কেমুন হইলো
(এইটা ওভেনে চালান দেওয়ার আগের ফটুক কইলাম)
আর কন তো এই ওভেন দিয়া পিৎজা বানাইবার পারমু কিনা????
আর কলম আপুর রেসিপির লাইগ্যা বইসা থাকলাম। (কতক্ষন পর চেয়ারম্যান এর কাছে নালিশ করমু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




