আহ দেইখা যে কি শান্তি লাগতেসে, তা বইলা বুঝাইতে পারমু না।
বাংলাদেশের সাথে যেই বেয়াদপি করসে , সেই ধরা খাইসে।
যেমন - শেহওয়াগ নামের এক বেয়াদপ বুইড়া
ফলশ্রুতিতে কি হইলো???
বেচারার এমুন আভিশাপ লাগলো যে, আজও বেচারা ভালা কইরা ব্যাট ধরতে পারেনা।
গিলেস্পির কথা মনে আছে???
ওয় কইছিলো বাংলাদেশের টেষ্ট ষ্টাটাস নিয়া নিতে
কার্ডিফে ওর হাত গইলা বাইর হইয়া গেলো আমাগো ফুলবাবু(আশরাফুল) এর ক্যাচ
এর পর থেকে যে বান্দা টিম থেকে বাদ পরা শুরু করলো, আর নিয়মিত হইবার পারলোনা।
কার্ডিফের ম্যাচ হইসিলো ১৮ ই জুন ২০০৫, আর আর উনার লাস্ট ম্যাচ১২ ই জুলাই, ২০০৫ v England
আরো এমুন কত কাহিনী আছে!!!!!!!!!!!!!!!!!!!!!
তবে এইবার বেয়াদপি টা করসে ইউনুস খান..........
বাংলাদেশ থেকে আফগানিস্তান ভালঃ ইউনিস খান
ফাকিস্তান এখন তাদের সর্বোচ্চ ফর্মে আছিলো মাগার এখন বেয়াদপি করার ফলে ইংল্যান্ডের লগে পাতলা-পায়খানা শুরু করসে।
দুই ওয়ানডেতেই গো-হারা হারছে।
আর আফগানিস্তান হইসে ওর বেয়াদপির বলি
জানিনা সামনে ইউনুস এর জীবনে কি কালো আন্ধার অপেক্ষা করতেসে
ওর লাইগ্যা আপনারা দোয়া কইরেন কইলাম
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




