শিশ্নের গোড়ার আগাছা বাছো,
কিংবা নিড়ানি দাও, না হয় পরিস্কার করো।
কেনো না শানিত লাঙল বড় প্রয়োজন এ যুগে।
সর্বত্র চলছে উন্মুক্ত পরিবেশ,
খোলামেলা আলাপ আলোচনা চলছে আধুনিক শিক্ষিত মানুষের,
অবাধ মেলামেশা তাদের এখন আধুনিকতা প্রকাশের অন্যতম অনুষঙ্গ।
এযুগের মেয়েরা স্বয়ংবরা,
ছেলেরা পড়ে আছে ঘরকুনো ব্যঙের মতো।
ফলত সংসার ভাঙছেÑ থাকে যে যার মতো।
শানিত লাঙলে ফলাতে হবে ধান আর ধান,
প্রয়োজনে দাগাতে হবে কামান।
ঘর থেকে বাহির, সর্বত্র লাঙলের মর্যাদা অফুরান।
১২.১০.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




