রবীন্দ্রনাথ কি জানতেন ?
তাঁর বউটির অকাল মৃত্যু হবে,
মাইকেল কি জানতেন ?
রেবেকা রেখে এসে আর কোনদিন তার কাছে যাবেন না।
নজরুল কি জানতেন ?
বাসররাত্রেই তার বিবাহ বিচ্ছেদ হবে,
জীবনানন্দ কি জানতেন ?
লাবণ্য গুপ্তের সাথে তার বনিবনা হবেনা।
এই নরাধম,আমি কি জানতাম ?
আমার এমন হাল হবে।
আসলে আমরা কেউ কিছু জানিনা
এসব আমাদের ললাটের সুতোয় বাঁধা এক অনিবার্য নিয়তি।
আমরা সবকিছু মেনে নিয়ে
নিজকে কালস্রোতে সমর্পণ করেছি।
২৯.১১.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



