নগরীতে অজস্র লোকের ভীড়ে
তবু সবার থেকে মনে হয় আলাদা।
সারা বিশ্বব্যপে একটা ছবি ;
ছবিটা ছাড়া কিছু নেই যেন-
ছবিটিতে অহর্নিশ মিশে থাকি
উদ্বেল উদ্ভাসে।
ছবিটি একমাত্র অবলম্বন,
বেঁচে থাকার একমাত্র আশ্রয় ;
এখন ছবিটিকে বুকে ধরে পথচলি-
ছবিটাকে ঘিরে যত সাধ, বেঁচে থাকার প্রফুল্ল বিকাশ।
ছবিটি এখন আমার পরিপূর্ণতার সবুজ সতেজ বৃক্ষ।
ছবিটি একটি মেয়ে,
ছবিটি প্রেম, ভালোবাসা ;
ছবিটি কবিতা ; শিল্পকর্ম ; ভাস্কর্য।
মূলত ছবিটা আমার প্রেরণা ; কল্পনা হৃদয়স্পদ।
ঢাকা
১৩.১০.২০০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



