নরসিংদীর কোন এক উপজেলার বাসিন্দা ফোন দিয়ে বলল আজ ১৫ দিন তাদের উপজেলার মানুষ ১৫ ঘন্টাও বিদ্যুৎ পায়নি।
বিএনপি আমলে প্রধানমন্ত্রীর পরিবারের দূর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন করা যেতো। ডেইলী ষ্টার ও প্রথম আলো এমন অনেক রিপোর্ট করেছে। অন্যদিকে, এমন কিছু দুরের কথা আওয়ামী লীগ আমলে পুলিশের আইজি-র দূর্নীতি সম্পর্কে রিপোর্ট করার সাহসও হয়না কারো। ডেইলী ষ্টারের সম্পাদক নিজের মুখেই বলেছেন, ‘বেনজীরের কুকর্ম আমরা জানা পরেও রিপোর্ট করতে সাহস পাইনি।’
তৎকালীন সময়ের অভিযোগগুলো ছিল মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক। আর এখনকার অভিযোগগুলো সবই বাস্তবসম্মত এবং প্রমানিত। এদের মিথ্যা প্রতিবেদনের উপর ভিত্তি করে অনেক ক্রসফায়ার হয়েছে। ভোট চুরির জঘন্য ক্রাইম করার জন্য এরা পথ খুলে দিয়েছে বিরোধী দলের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালিয়ে।
ভূয়া নির্বাচন এমনই দানব করে তুলে ক্ষমতাধর ও অতি ক্ষমতাধরদের। কখন কার দুর্নীতি নিয়ে নিউজ হবে সেই সিদ্ধান্ত ঐখান থেকেই আসে। আসল জায়গায় কেউ হাত দিতে চায় না।এই জন্য স্বৈরাচার আরও দীর্ঘতর হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



