আমি আজকে জয়ের নতুন ভিডিও দেখলাম। কয়েকটা জিনিস খুব স্পষ্ট লাগলো
আওয়ামী লীগ আবার নতুন ন্যারেটিভ বানিয়ে আসলে ভবিষ্যতে এন্ট্রি নিতে চায়। এটা আমার কাছে আরও স্পষ্ট হয় লাস্ট ২-৩ দিন/রাতের গুজব, তিল কে তাল বানিয়ে পোস্ট দেওয়া এগুলো দেখে
দেশে যা হচ্ছে ফেসবুকে যত বড়, বাস্তবে তত বড় না। অনেক বিচ্ছিন্ন/মাইল্ড ইন্সিডেন্টকে অনেক বড় করে দেখানো হচ্ছে। গুজব ইনটেনশনালি এখানে ছড়ানো হচ্ছে। এগুলো সব আওয়ামী লীগের ফেভারে আসবে লং রানে।
সেই সাথে বিজয় শুরু হতে পারে নাই অলরেডি শাহবাগীপনা শুরু হয়ে গেছে। এই বিজয়ে সারা দেশের সব শ্রেণির মানুষ নেমেছে, মুসলিমরাও নেমেছে, রক্ত দিয়েছে। কিন্তু খুব সূক্ষ্মভাবে আমি নিজেই খেয়াল করসি যে শাহবাগী ন্যারেটিভ-ইসলাম বিদ্বেষী ন্যারেটিভ/ভাইভ তৈরী করা হচ্ছে। এটা ভুল কাজ হবে। দেশে আমরা চাই সামপ্রদায়িক সম্প্রীতি বজায় থাক। এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করুক,তাদের প্রতিনিধিত্ব থাকুক। লাস্ট ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ইসলামিস্টরা। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ইসলামিস্টরা। শাপলা ভুলে গেলে চলবে না।
আমরা চাই ইনসাফ ভিত্তিক নতুন রাষ্ট্র। এখানে যারা গুজব ছড়িয়ে, আওয়ামী লীগকে আবার নতুন করে রাজনীতি করার স্পেস দিতে চায় যারা তাদেরকে এখনই থামান। এদের তিলকে তাল বানানো পোস্ট, সুশীলপনা এগুলোকে থামান। এরা নব্য রাজাকার। এরা নব্য গাদ্দার। এরা আবার আওয়ামীলীগ কে অদূর নিকটেই রাজনীতিতে আসার প্রেক্ষাপট বানাতে চাইছে।
এখন বিভেদের সময় না। বিভেদ বাড়াবেন না। সবাই মিলে এই আন্দোলন করেছি আমরা। আমি নিজে রাস্তায় নেমেছি স্টুডেন্ট না হওয়া সত্বেও। আমি হয়তো নিজে দেশেও থাকবো না কয়েক বছর পর, হয়তো চলেও যাবো, তাও আমি নেমেছি ইনসাফের জন্য, নিজের রক্ত বিলিয়ে দিতে প্রস্তুত ছিলাম, নিজের জীবন চলে যেতে পারে জেনেও নেমেছিলাম। আমার অসুস্থ বাবা রাস্তায় দুইদিন নিজে নেমেছেন। আমি রাস্তায় মাঝ বয়সী, বৃদ্ধ অনেক মানুষকে দেখেছি, দেখেছি মায়ের বয়সী অনেক মহিলাকে। আমি দেখেছি মাদ্রাসার ছাত্রদেরকেও। আমি সবাইকে দেখেছি রাস্তায়। এই আন্দোলন কারো একার না। কেউ একা এখানে রক্ত দেয় নি, সবাই দিয়েছে। আল্লাহর ওয়াস্তে এখানে কেউ বিভেদ বাড়াবেন না। আমরা ইনসাফের রাষ্ট্র চাই। আমরা সবাই একসাথে সুন্দরভাবে বাঁচতে চাই। আমরা আওয়ামী মন্সটারদেরকে আর এদেশে রাজনীতি করতে দিতে চাই না।
ডাঃ মর্তুজা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


