কেবল রাষ্ট্রের শক্তির বলে হাসিনা দানব হয়নি। তার দানব হয়ে ওঠার পেছনে ভূমিকা ছিল সেক্যুলার-প্রগতিশীলদের কালচারাল হেজেমনির। হাসিনা গেছে। তার বয়ানও মুখ থুবড়ে পড়েছিল সে যাবার আগেই।
.
কিন্তু এই বয়ান আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কারণ এই বয়ানজীবিরা রয়ে গেছে। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। প্রথম কয়েক বছর ছিল না রাজনীতিতেই।
.
কিন্তু যে বয়ান হাসিনাকে রাক্ষসী বানিয়েছিল, সেই বয়ান কিন্তু এই ২১ ফুলেফেপে উঠেছিল। আওয়ামী জাহিলিয়াতের মাথা ছিল হাসিনা। কিন্তু এর অন্যতম ভিত্তি হল এই হেজেমনিক বয়ান।
.
আর এই বয়ান প্রচার করা জনশত্রুরা আমাদের মধ্যেই আছে এখনো। সতর্ক চোখে পরিস্থিতি দেখছে। সুযোগ খুঁজছে আবারও নানা অজুহাতে ধীরে ধীরে শেকড় গাড়ার।
.
মিডিয়াগুলোতে সতর্ক দৃষ্টি রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


