আপনারা অনেকে ভাবতেছেন আওয়ামী লীগ কোন গুটি ফুটি চেলে আবার ফিরে আসবে।
দুই চাইরটা বামপন্থী বই পুস্তক পড়া লোকজন এইটার নাম দিচ্ছে প্রতি-বিপ্লব ।
শুনেন , গুন্ডা এবং খুনিরা কোন বিপ্লব করে না।
তারা বড় জোর যেইটা করতে পারে তাকে বলে কাউন্টার এটাক -- সেইটা বিপ্লব না।
বিপ্লব শব্দটার সাথে সাধারণ মানুষের সমর্থন জড়িয়ে থাকে । গুন্ডা , খুনি , কিংবা জঙ্গিদের কাউন্টার এটাককে এই কারণে বিপ্লব বলা যায় না।
এখন আসি আওয়ামী লীগ কি করতে পারবে কাউন্টার এটাকের নামে।
আপনারা যারা এখনো ভাবতেছেন প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা বিসিএস ক্যাডার হঠাৎ পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের জন্যে কাজ করবে সেইটা একদম ভুল ধারণা ।
ইতিহাসে এতো তাড়াতাড়ি পতিত স্বৈরাচারের উত্তানের গল্প নাই ।
আওয়ামী দলটার আপাদমস্তক সবাই পলাতক । যদিও পলাতকদের সবার পকেটে প্রচুর টাকা।
এই টাকা দিয়ে তারা বেশ কিছু গুন্ডা ভাড়া করতে পারবে। কিন্তু সমস্যা হলো গত পনেরো বছর আওয়ামী গুন্ডা গুলাও লেইজি কিংবা অলস গুন্ডায় পরিণত হয়েছে।
তাদের গুন্ডামি করতে পুলিশ পাহারা লাগে , এর সাথে লাগে প্রচুর ছাত্রী লীগের মেয়ে, কনডম, এবং বিরিয়ানি।
এতো লাক্সারিয়াস গুন্ডার এখন আর বেইল নাই।
ওদের পাশে পুলিশ নাই , ছাত্রী লীগ নাই , আর বিরিয়ানির প্যাকেটে দোকানদার ভাইটির আগে থেকেই মুতে দেবার সম্ভাবনাও প্রচুর।
প্রতি - বিপ্লব নিয়ে টেনশন কইরেন না। তবে এলার্ট থাইকেন , রাস্তায় থাইকেন ।
অনিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



