কটকাতে হরিণ দেখা গেল ভালো ভাবে। সব চিত্রল হরিণ। বার্কিং ডিয়ারও নাকি আছে, আমরা দেখিনি। আমাদের দেখে ওদের বানর বন্ধুরা ভীষন কিচিরমিচির করে সাবধান করে দিল, ওরাও দিল দৌড়। তবে বেশি দূরে না, কাছেই ঘোরাফিরা করছিল। ওদের মধ্যে একজন হয়ত নিজেকে মডেল মনে করে। আমাদের সামনে পোজ দিয়ে দাড়াল। আমাদের দলের কামেরা ম্যানরা যতক্ষন ছবি তুলল, ও দাড়িয়ে রইলো। এমন কি একটা কাক পিঠের উপর বসে বিরক্ত করলেও বিরক্ত হলো না। দারুন!
হয়ত অভয়ারন্য বলেই ওরা জানে, এখানে ওরা নিরাপদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



