নদী, খাড়ি, সাগর... সব পানিতে কালো কালো ফল ভেসে যাচ্ছে। দেখতে অনেকটা পানি ফলের মতোন। হাতে নিয়ে আলতো চাপ দিয়ে দুফাক করা যায়, ভিতরের সাদা ফল বেরিয়ে আসে। পানিতে এই একটা জিনিস সব সময় দেখলাম। সাগরর তীর জুরে কালো এক স্তর ফেলেছে এই ফল। খালি পায়ে এরউপর হাটা যায় না। শক্ত , পায়ে লাগে, মচমচ শব্দ হয়।
দেখলাম কেউ এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। বুঝতে পারছিলাম না, এটা কি? এতো কেন? এটা কি কচুরি পানার ফল (হাসবেন না, আমার জানার সীমানা বেশি বড় না), কাউকে জিগ্যেস করলে আবার হাসা হাসি না শুরু করে..।
শীপের ক্যাপ্টেন কে একা পেয়ে জানতে চাইলাম। বললেন, এটা সুন্দরি গাছের ফল। যার নামে এই বন, সুন্দরবন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



