আমি এসব ব্যাপারে একটু ব্যতিক্রম। আমি মনে করি ঘুরতে বেরিয়েছে আরামের জন্য, আনন্দের জন্য। এখন খাওয়া-থাকা নিয়ে কষ্ট করলে আমার আর কিছু ভালো ভাবে দেখা হবে না। সারাক্ষন ঐ সব নিয়েই মন খুত খুত করবে।
বনে যারা ঘুরতে যায়, সাপ ব্যাং কাকরা মাকড়সা কি না খায়...। তবে আমার সৌখিন বন দর্শনকারীদের জন্য ব্যবস্থা ভিন্ন। আমরা সকাল, দুপুর আর রাতে 3বেলা ব্যুফেতে খেয়েছি শীপ এ। একেকদিন একেক রকম খাবার। বেশির ভাগ বাংলাদেশি খাবার। আবার কোন কোন দিন ওয়েস্টার্ন খাবার। এখানে বলে রাখি আমাদের 23 জনের দলে 19 জনই ছিলেন বিদেশী।
সব খাবারের নামও ঠিক মতোন জানিনাহ। জানা খাবার গুলোর কথা বলতে পারবো...
সকালে: পরাটা, রুটি, পিঠা, মধু, ডিম (কয়েক রকমের ভাজি), টোস্ট, জেলি, কলা... আরো কি কি যেন। থাক মেনু নিয়ে লিখবোনা, আপনাদের পাশা পাশি আমার নিজেরও আবার খেতে ইচ্ছা করছে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



