

প্রেসিডেন্ট জো বাইডেন আজ পোল্যান্ড - ইউক্রেন সীমান্তের কাছেই রাত কাটাবেন । তিনি ইউক্রেন থেকে জীবন বাচানো শরণার্থীদের সাথে কথা বলবেন । বাইডেনের নিরাপত্তায় আগেই ইউ এস এয়ারবোরন ৮০ ডিভিশন পুরো এলাকার নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে । আরেক পাগল কিম জোন উন ইন্টারকন্টিনেন্টাল ব্যালাসটীক মিসাইল ছুড়ে আমেরিকার প্রতি ক্ষোভ ঝেড়েছেন । প্রয়োজনে এই মিসাইল ব্যাবহার হবে বলে হুশিয়ারি দিয়েছেন ।
খুব ঝুকিপূর্ণ সফরে বেরিয়েছেন বাইডেন । কাল আমরা জানতে ও দেখতে পাব এই সফর টি ভি তে ।
আপডেট চলবে ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৮০ এয়ারবোর্ণ ডিভিশনের তাবুতে দীর্ঘ সময় নিয়ে এর উপস্থিত সেনাদের উদ্দ্যেশে এক আবেগি ভাষণ দিলেন । আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধ প্রলম্বিত হবে এবং রাশিয়াকে ধরা খেতে হবে ।
** রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সাথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির লক্ষ্যে একটি চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন।
শুক্রবার (২৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এ চুক্তিতে সই করেন বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
তাদের প্রতিবেদন অনুযায়ী, এবছর ইউরোপীয় ইউনিয়নকে ১৫ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ পরিমাণ বর্তমানে রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের প্রায় ২৪ শতাংশ।
চুক্তি সই শেষে বাইডেন বলেন, রাশিয়ার জ্বালানি সম্পদ থেকে অর্জিত অর্থ ব্যবহার করে পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। প্রতিবেশি দেশগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করছেন তিনি।


সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




