
পিংকি : আমাকে বল্টুর সাথে বিয়ে না দিলে
আমি বাড়ি থেকে পালিয়ে যাব
পিংকির মা কেঁদে কেঁদে বলল,
আমি তোর … বাবার সাথে পালিয়েছিলাম.
তোর বড় বোন পালিয়ে গেছে ডিম ওয়ালার সাথে !!
তোর ভাই গেছে কাজের মেয়ের সাথে !!
তোর … চাচা পালিয়ে বিয়ে করেছে মুচির মেয়েকে !!
তোর ফুফা পালিয়েছে দুধওয়ালির সাথে!!
তোর ফুপি ভেগেছে মালির সাথে!!
তোর চাচাত বোন রিংকি ভাগ-ল কাশেমের সাথে!!
তোর বাবা ২ বার পালিয়ে গিয়েছিল
পাশের বাসার করিমের বউয়ের সাথে
এখন তুই ও পালিয়ে গেলে
আমাদের মান সম্মান তো কিচ্ছু থাকবে না
সিনিয়র সিটিজেন ফোরাম থেকে সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




