
ব্রেকিংঃ পায়ে গুলিবিদ্ধ ইমরান খান, তার আঘাত গুরুতর নয়। একজন নিহত ।

একজন বরখাস্তকৃত পাক প্রধানমন্ত্রী ইমরান খান অর্ধ শতাব্দী আগের ইতিহাসের দরজায় খট খট করে জোরে শোরেই নাড়া দিলেন । ইমরান খান দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তার চলমান লড়াইকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান তার এক বক্তব্যে তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমান পিটিআইয়ের তুলনা করেছেন ।তিনি বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনী ম্যান্ডেট থেকে বঞ্চিত করা হয়েছিল এর ফলে পাকিস্তানের পূর্বাংশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) 'বাংলাদেশ' নামে স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। একজন চতুর রাজনীতিবিদ (জুলফিকার আলী ভুট্টো) ক্ষমতার লোভে সশস্ত্র বাহিনীকে তৎকালীন বৃহত্তম দলের (আওয়ামী লীগ) বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমান পিটিআইয়ের তুলনা করে ইমরান খান জানান, তার দল পাকিস্তানের 'সবচেয়ে বড় এবং একমাত্র ফেডারেল দল' এবং তবুও সরকার তাকে নির্বাচন করতে দিচ্ছে না। 'সবাই জানে মুজিবুর রহমান এবং তার দল ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিল। ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে ঠেলে দিয়েছিলেন... বর্তমানে নওয়াজ শরিফ এবং আসিফ জরদারি একই ভূমিকা পালন করছেন।
আজ ইমরান খান গুজ্রানয়ালাতে অজানা ঘাতকের গুলিতে আহত হয়েছেন । পাকিস্তান কি আবারো ভাঙ্গনের মুখে !!!!
ধন্যবাদ প্রিয় ক্রিকেটার ইমরান খানকে ইতিহাসের কিছু যন্ত্রনাকে ভাগ করে নেওয়ার জন্য ।
আপডেট - ইমরান খান সুস্থ ও বিপদমুক্ত । তার পায়ে একাধিক গুলি লেগেছে ।
দি স্টার ।।

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



