
গাজাতে এখন দিনপ্রতি দরকার ছাব্বিশ হাজার লিটার তেল । আজ বারো হাজার লিটার তেল নিয়ে দুটি ট্রাক ঢুকেছে । হাসপাতালে তেল দরকার জেনারেটর চালু রাখতে । পুরো শহরের কার্যক্রম চালু রাখতে তেল দরকার । ইউ এন এজেন্সি আজ পরিস্কার বলে দিয়েছে ইসরায়েলীরা তেলের অনুমোদন না দিলে তাদের রিলিফ কার্যক্রম বন্ধ করে গুটিয়ে চলে যেতে হবে । ইউ এন এজেন্সির ১১২ জন স্টাফ গেল এক মাসএর গোলযোগে মারা গেছে । ভয়ংকর একটি অবস্থার সুচনা করেছে হামাস এবং ইসরায়েলীরা । আল শিফার নিচে কিছু অস্ত্র পাওয়া গেছে , এগুলোর সাথে হামাসের সামরিক পোশাক ছিল । কিন্তু না হামাস না জিম্মি কাউকেই পাওয়া যায়নি সেখানে ।ইসরাইলি সামরিক বাহিনী হাসপাতালের একটি অব্যবহৃত ভবনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, তিনটি ডাফেল ব্যাগ, প্রতিটিতে একটি অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড, হামাসের ইউনিফর্ম ও ফ্ল্যাক জ্যাকেট রয়েছে। এছাড়া ভিডিও ছাড়াই আরো একটি অ্যাসল্ট রাইফেল ও ল্যাপটপ পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।আল শিফা হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের প্রধান ডাঃ মারওয়ান আবু সাদা বিবিসি আরবি বিভাগের ইথার সালাবিকে ফোনে জানিয়েছেন যে ৩৯টি নবজাতকের মধ্যে তিনটি ইতোমধ্যেই মারা গেছে।
এখন যারা বেঁচে আছে তাদের আসলে কোন অভিভাবক বেঁচে নেই কিংবা যুদ্ধের এই তাণ্ডবের মধ্যে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




