সত্যি বলছি মেঘবালিকা,
এখন আর আমার তোমাকে লাগেনা।
এখন ক্লান্ত রাতগুলোতে তোমার চুলের মাতাল সুবাস ছাড়াও আমি ঘুমোতে পারি।
ভোরের কাঁচা আলো পাঁকা হতে হতে যখন আমার ঘুমন্ত চোখদুটোয় বিধতে থাকে
তখন সে আলো হতে তোমার আচলের আড়ালের অভাব-
আমি আর এখন বোধ করি না।
জানোকি সুহাসিনী?
ইদানীং আমার যখন বড্ড মন খারাপ হয়
তখন তোমার ঐ প্রাণখোলা হাসির জন্য আমি আর উতলা হই না।
এখন আমি একাই বৃষ্টিতে ভিজতে পারি;
টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে সুমধুর আলাপে এক কাপ চা খেতে
এখন আর তোমাকে লাগে না।
এখন আর আমি তোমাকে ভাবিনা স্বপ্নচারিনী;
তোমায় ভেবে ভেবে প্রতিনিয়ত পদ্য লেখার সে অবসর আমার কোথায়?
আমি বরং এখন জীবনানন্দকে নিয়েই ভাল আছি।
বিশ্বাস কর তুমি, ভালবাসতে তোমাকে আমার আর এখন প্রয়োজন নেই।
তোমাকে ভালবেসে আকাশে উড়তে এখন আর আমার একটুও স্বাধ জাগে না;
আমি এখন তোমাকে ছাড়াই ভাল থাকতে পারি।
সত্যিই পারি(?)…
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


