
(ছবি- নেট থেকে)
স্মৃতিগুলো একদিন মেঘ হয়ে
তোমার মনের আকাশে ভিড় জমাবে
তুমি চাইলেও পারবে না মেঘ সরাতে
বৃষ্টি হয়ে তোমাকে ভিজাবে।
স্মৃতির চাপা কষ্টে আজ আমি বড় ক্লান্ত
একাকী এ বিরহ যন্ত্রনা আর কত বল বইবো
তাই ভেবেছি-
স্মৃতিগুলো সব মেঘ করে তোমার মনের আকাশে পাঠাবো
তুমি চাইলেও পারবে না মেঘ সরাতে
বৃষ্টি হয়ে তোমাকে ভিজাবে।
স্মৃতির বৃষ্টিতে ভিজে
যদি অতীতের কোন গলিতে
আনমনে চলতে চলতে দুচোখের কোণে যদি জল জমে
বুঝে নিও-
এখনো তুমি পারোনি আমায় ভুলতে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৪ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


