
(ছবি-নেট)
তুই যদি বৃষ্টি বিলাসে এভাবে হারিয়ে যাস
আমি তবে মেঘ হবো
বৃষ্টির বিন্দু হয়ে নামবো ধরায়, তোকে ভিজিয়ে দিতে।
তুই যদি রোজ সকালে শিশির বিন্দুতে তোর হাতের আলতো ছোঁয়া দিস
আমি তবে শিশির বিন্দু হবো
রোজ সকালে তোর দুয়ারে ঘাসের উপর জন্ম নিবো।
তুই যদি এভাবে রোজ বিকালে আলতা পায়ে নুপুর পরিস
আমি তবে নুপুর হবো, আলতা হয়ে তোকে লেপ্টে দিবো।
তুই যদি এভাবে পূর্ণিমাতে মুগ্ধ হস
আমি তবে পূর্ণিমার চাঁদ হবো, জোৎস্না স্নানে তোকে ভিজিয়ে দিবো।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


