তোমার অভিনয়কে ভালোবাসা মনে করে ভুল করেছি
তাই আজ তোমার ওই পথ থেকে দূরে সরে এসেছি ।
নিখুঁত অভিনয় কর তুমি, আমি নিজ চোখে দেখেছি
এ জগতের এক শ্রেষ্ঠ অভিনেত্রী তুমি, আমি মেনেছি ।
তোমার বলা প্রতিটি মিথ্যে কথাকে সত্য বলে জেনেছি
‘ভালোবেসে কেউ সুখী নয়’ গানের মানে আজ বুঝেছি ।
বন্ধু আমার, বিশ্বাস কর ! সত্যি বলছি—
আমাকে দুঃখ দিয়েছ ভুলে গেছ তাতে কোনো দুঃখ নেই
তবু তুমি সুখী হতে পারনি, আমার দুঃখ সেখানেই ।
২০ জুলাই ২০০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



