
হযরত আলী (রাঃ) বনাম হযরত মুয়াবিয়া (রাঃ)-এর ঘটনায়, মুয়াবিয়াকে দোষারোপ করা যেতেই পারে, তাতে কোন সন্দেহ নেই। কিন্তু, আল্লাহর দরবারে কি তিনি মাফ পাবেন? প্রশ্ন সেটাই।
.
খলীফা হযরত ওমর ইবনে আব্দুল আযীযের স্বপ্ন যদি সঠিক হয়ে থাকে, তাহলে বলতে হয়, হযরত মুয়াবিয়া মাফ পেয়ে গিয়েছেন। এই সম্পর্কে, ইমাম গাজ্জালী তাঁর কিমিয়ায়ে সা'আদাত গ্রন্থের ১০৩৫ নং পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখ করেছেন।
.
খলীফা হযরত ওমর ইবনে আব্দুল আযীয একবার স্বপ্নে রাসূলুল্লাহ (সা
.
কিছুক্ষণ পরে দেখে গেলো, হযরত আলী (রাঃ) এবং হযরত মুয়াবিয়া (রাঃ)-কে সেখানে উপস্থিত করে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো।
.
একটু পরেই দেখা গেলো, হযরত আলী (রাঃ) বের হয়ে বলছেন- ''আল্লহার শপথ, আমার কাজকে ন্যায় বলে রায় দেওয়া হয়েছে।''
.
তাঁর পিছনে পিছনে হযরত মুয়াবিয়া (রাঃ) ক্ষিপ্রতার সাথে বের হয়ে বললেন- ''আল্লাহর শপথ, আমাকে ক্ষমা করা হলো।''
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



