
আসছে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ ভ্যালেন্টাইন্স ডে। ২০১৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ২০.৭ বিলিয়ন ডলারের ব্যাবসা করে, ২০১৮ সালে যা ছিলো ১৯.২ বিলিয়ন ডলার। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশেও এই দিবস ইতিমধ্যে প্রতিষ্ঠিত। উন্নত দেশগুলোকে অনুসরণ করে বাংলাদেশেও এই দিনটি বেশ ঘটা করেই পালন করা হয়। টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানের সাথে সাথে দৈনিক পত্রিকাগুলোও বেশ ফলাও করে এই দিবসটির প্রচার বেশ লক্ষণীয়। এই পরিস্থিতিতে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেমন ব্যবসা করে এই দিনে?
ভ্যালেন্টাইনস দিবসে মূলতঃ তরুণদের পদচারণাতেই রাজপথে্র ফুটপাত তো বটেই রেস্টুরেন্ট আর ফাস্ট ফুডে'র দোকানগুলো মূখরিত হয়ে উঠে। বর্তমানে বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠী'র সংখ্যা ৭২.৮%, সে হিসেবে প্রায় ১০ কোটি মানুষ শিক্ষিত। ভ্যালেন্টাইনস দিবসটি মূলতঃ শিক্ষিত সমাজের মাঝেই আবর্তিত হচ্ছে আমাদের দেশে। আরো ভালো ভাবে বলতে গেলে দেশের তরুণ-যুবারাই এই দিবসটি পালন করে যাদের সংখ্যা এখন প্রায় ৫ কোটি।
যদি ধরে নেওয়া যায়, এই ৫ কোটি তরুণ-যুবার ৫০% ভ্যালেন্টাইনস ডে পালন করে আর প্রত্যেকে গড়ে ১০০টাকা খরচ করে, তাহলে, এই দিনে নূন্যতম পক্ষে ২৫০ কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে যোগ হয়।
এতো গেলো ব্যক্তিগত লেন-দেনের হিসাব। টিভি চ্যানেলগুলো যে বিশেষ অনুষ্ঠান বা নাটকের আয়োজন করেছে, সেই হিসেবটা যোগ করলে আরো ৫০-৬০ কোটি যোগ হবে উপরের অংকের সাথে। তবে, এক্ষেত্রে ভারত অনেক এগিয়ে গিয়েছে। সূত্র মতে, ভারতে ২০১৯ সালে ভ্যালেন্টাইনস ডে-তে ৩০,০০০ কোটি রুপি'র ব্যবসা হয়েছিলো।
যদিও, উন্নত দেশগুলো আমাদের দেশ থেকে অনেক এগিয়ে, তবে, বাংলাদেশের ব্যবসায়ীরাও খুব একটা পিছিয়ে নেই। অদূর ভবিষ্যতে হয়তো বাংলাদেশের ব্যবসায়ীরাও আরো ব্যাপক হারে ব্যবসা করতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


