
আপনি হয়তো এমন একজন মানুষ যিনি চাকরী খুঁজতে খুঁজতে হয়রান। বি,বি,এ বা এম,বি,এ করার পরেও চাকরী খুঁজে পাচ্ছেন না। আপনি হয়তো ইমেইলের বডিতে কোন কিছু না লিখে শুধু সিভি রিজুমে পাঠিয়েছেন, ফলে, যাকে জব রেফার করার জন্যে ইমেইল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। আপনার হয়তো লিংকডইন একাউন্ট নেই, ফলে চাকরীর অনেক অফার পাওয়ার সম্ভাবনা আপনার কমে যাচ্ছে।
আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন, আর আপনার যদি ব্যবসা করার পুঁজি না থাকে, তাহলে, আপনার জন্যে আমি তিনটি চাকরী অফার করতে পারি। তবে, সে জন্যে আপনাকে তিনটি মাস আমার কাছে বিনা মূল্যে ট্রেনিং নিতে হবে। তবে, শর্ত হচ্ছে, চাকরী পেলে, আমাকে ১ বছর সময়ের মাঝে ট্রেনিং-এর ফিস পরিশোধ করতে হবে। আর, আপনাকে অবশ্যই একজন ব্লগার হতে হবে।
১) ম্যানুয়েল সফটওয়্যার টেস্টারঃ (৩-জন )
পৃথিবীতে যেসব সফটওয়্যার তৈরী হয়, সেগুলো ঠিক মতো কাজ করছে কি না, তা চেক করে দেখার জন্যে সফটওয়্যার টেস্টার নিয়োগ দেওয়া হয়। যারা এই কাজ ম্যানুয়েলি করেন, তাদের বেতন ৪০,০০০ - ১,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। কাজটা খুবই সোজা। যে কোন বিষয়ের উপর পড়া মানুষই এই কাজটি করতে পারেন।
২) ইউজার ইন্টারফেস ডিজাইনারঃ (৩-জন )
সফটওয়্যার ডিজাইনিং-এর কাজ শিখতে হবে আপনাকে। আপনাকে কাস্টমারের 'পেইন পয়েন্ট' খুঁজে বের করে তা সমাধান করতে হবে। একজন ভালো ইউজার ইন্টারফেস ডিজাইনার হতে আপনাকে ৩ মাস ধৈর্য ধরে কাজ শিখতে হবে। এরপরে, ভালো করলে আপনার বেতন মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত এয় করতে পারবেন।
৩) কন্টেন্ট রাইটারঃ (৩-জন )
এই জবটি আপনি এখনই করতে পারেন। আমার হাতে কাজ আছে। সপ্তাহে ১০-২০ ঘণ্টা কাজ করে ৩০,০০০ - ৪০,০০০ টাকা আয় করতে পারবেন। তবে, এর জন্যে আপনাকে ভালো ইংরেজী লিখতে জানতে হবে। ইংরেজি জানা না থাকলে অসুবিধা নেই। আমি আপনাকে ট্রেনিং দিয়ে ইংরেজি শিখাবো।
আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করুন নিচে কমেন্ট করে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




