
পশ্চিমা দেশের মানুষগুলো একটু কেমন যেন! তারা সারা পৃথিবীর মানুষকে অশান্তিতে রাখে। এই দেশ দখল করে তো ঐ দেশে বোম মারে, অথচ, নিজ দেশের মানুষকে তারা মাথায় তুলে রাখে। এটা কেন! অশান্তিতে রাখলে সবাইকেই রাখার কথা। নিজের দেশের মানুষের প্রতি তাদের এতো টান কেন!
আমার সাড়ে চার বছরের পশ্চিমা জীবনে কোন ইউরোপীয়কে রাস্তায় থুথু ফেলতে দেখিনি! এটা কেন! আমাদের দেশের মানুষের মতো কি তাদের মুখে থুথু জমে না? অবশ্যই জমে! থুথু জমলে 'থুঃ' করে রাস্তায় ফেললে কি এমনটা হোয়! অথচ, পানের পিক আর পেচ্ছাব করা তো দূরে থাক, তাদেরকে কখনো থুথু রাস্তায় ফেলতে দেখি নাই। বড়ই আজিব! তাই না!
পশ্চিমা দেশের প্রধানমন্ত্রী বা বড় কোন মন্ত্রীদের প্রায়ই পাতাল রেলে চড়তে দেখা যায়। এজন্যে, সাধারণ মানুষদের কখনো দূর্ভোগ পোহাতে হোয় না! এটা তাঁরা কেন করেন! টাকা-পয়সার কোন অভাব আছে বলে তো মনে হোয় না! আমাদের দেশের কোন মন্ত্রীকে সাধারণ জন-পরিবহনে চড়তে দেখি নাই! শুনেছিলাম, এক সময়ের শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব সি,এন,জি চড়তেন। তবে, বাসে চড়ে জনমানুষের সাথে মিশে যেতে পেরেছিলেন কি না জানি না।
পশ্চিমা দেশের সরু রাস্তাতেও দোতলা বাস নিমিষে ঢুকে পরে, রাস্তার পথচারীদের কোন কিছু হোয় না, জ্যাম লাগা তো দূরে থাক! এই ড্রাইভাররা কি ধাতুতে গড়া আমার এখনও জানা হোয় নাই!
জীবনটাই না জেনে পার করে দিলাম রে!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




