
ঢাকার রাস্তায় অসম্ভব ট্র্যাফিক জ্যাম। এই জ্যাম থেকে নিস্তার পাওয়ার একটা উপায় হচ্ছে রাস্তার উপর চাপ কমিয়ে ফেলা। স্কুল-কলেজ-ইউনিভার্সিটিগুলোকে যদি সকাল ৬টায় ক্লাস শুরু করতে বলা হোয়, তাতে জ্যামের সমাধান যেমন হবে, তেমনি, অনেক শিক্ষার্থীদের দেরীতে উঠার অভ্যাসটাও যাবে চলে। এটা কি সম্ভব? কেন নয়! আমাদের গ্রামের মক্তবগুলো তো সেই সময়ই শুরু হোয়! এক শিক্ষা ব্যাবস্থা নিয়ে যারা সোচ্চার, তাঁরা এই সময়ের ব্যাপারটা ভেবে দেখেন না কেন!
ছোটবেলায় গ্রামে বেড়াতে গেলে মক্তবে এক-দুইবার গিয়েছি। তখন, খুব অবাক হতাম! এতো তাড়াতাড়ি সবার স্কুল শুরু হোয়! পালা করে সব্বাই যখন একসাথে সুর করে আরবি পড়তাম, খুব মজা লাগতো। এখনো সেই সাত সকালে শেখা সূরাগুলো ভুলিনি!
ঢাকার জ্যাম দেখতে দেখতেই মনে হলো- এই সময়ে শিক্ষালয়গুলো শুরু হলে মন্দ হোয় না! কিছু দিন হয়তো সরকারকে 'তালেবান, তালেবান' বলে কুটচক্রীরা ক্ষেপাবে, কিন্তু, যখন এই সময়ের প্রভাব সমাজের সর্বক্ষেত্রে প্রতিফলিত হবে, তখন নিন্দুকদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে।
সরকার বাহাদুর একটু ভেবে দেখবেন কি, প্লিজ!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




