
ব্লগ লেখালেখির জায়গা। আপনি যত লিখবেন, আপনার লেখার ধার তত বাড়বে। আর, যত বেশি পড়বেন, তত বেশি জ্ঞান বাড়বে। যত বেশি কমেন্ট করবেন, তত বেশি গুগল আপনার ব্লগের রেটিংকে উঁচুতে তুলে ধরবে। তাই, হয়তো দেখা যায়, অনেকের কমেন্ট সংখ্যা অন্যান্যদের চেয়ে বেশি। আমি অনেক পড়লেও, কমেন্ট করি কম।
এবারে আসি, কমেন্ট ব্যানের ক্ষেত্রে। ব্লগে কিছু সিনিয়র ব্লগার ক্ষুরধার মন্তব্য করে থাকেন। নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এই ক্ষুরধার মন্তব্য সহ্য করা খুব কঠিন কাজ। কিন্তু, এটা কি খেয়াল করেছেন যে এমন কঠিন মন্তব্য কমেন্ট খরার যুগে আপনার পোস্টের ভিউ বাড়িয়ে দিচ্ছে? আমাদের যুগের সেরা ব্লগার আপনার পোস্টে কি কমেন্ট করেছেন, তা দেখার জন্যে অনেক ব্লগারই ছুটে আসেন। এই ফাঁকে আপনার লেখাটাও পড়া হয়ে যাচ্ছে অনেকেরই।
এটাই তো চাই! এতো কষ্ট করে লেখা কোন পোস্ট যদি কেউ না পড়ে, সেখানে যদি কমেন্ট না হয়, আপনার কি দুঃখ লাগবে না? অন্তত একজন ব্লগার সেটা পড়ছেন, সেটা তো অনেক বড় ব্যাপার। হোক না সেটা কঠিন মন্তব্য! বি পজিটিভ! এই মন্তব্য আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিবে। আপনার মেধা যত যাচাই করবেন, তত বেশি তা কর্মক্ষম হবে।
আরেকটা ব্যাপার। যাকে কমেন্ট ব্যান করতে চাচ্ছেন, তিনি কিন্তু ইচ্ছা করলে অন্যান্য ব্লগ পোস্টে গিয়েও আপনাকে কঠিন মন্তব্য করতে পারেন। সেটা ভালো না নিজের পোস্টের মাঝে তা সীমাবদ্ধ রাখা উচিৎ যেখানে কন্ট্রোলটা আপনার নিজের হাতে থাকবে? ব্যাপারটা একটু ভেবে দেখবেন, প্লিজ।
তাই বলবো, কমেন্ট ব্যান একটি বোকামি কাজ।
হ্যাপি ব্লগিং! শুভেচ্ছা নিরন্তর।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




